Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় পৌরসভা কর্তৃক চিহ্নিত ভালো শিখনগুলোর উপর পর্যালোচনা বিষয়ক ভার্চুয়াল সভা সম্পন্ন।


প্রকাশন তারিখ : 2022-02-10
জাতীয় সরকার স্থানীয় ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়নাধীন '' বাংলাদেশের পারস্পরিক শিখন কর্মসূচী প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প'' এর আওতায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি বিষয়ে অবহিতকরণ এবং পৌরসভা নেটওয়ার্ক কর্মশালা গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১২ টি পৌরসভার মেয়র, সচিব অংশগ্রহন করেন। সেই প্রেক্ষিতে পৌরসভার ’’ভালো শিখন’’ সংকলনের তথ্য সংগ্রহের জন্য প্রস্তুতিমূলক সভা ১০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উদ্বোধন সহ প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রকল্পের পরিচালক মোঃ রাশেদুল হাসান (যুগ্মসচিব)। সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, মনিকা মিত্র । আরো যুক্ত ছিলেন এইচএলপি বিশেষজ্ঞ শান্তনু লাহিড়ি, প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক এবং পিএমইউ ইউনিটের কর্মকর্তা বৃন্দ। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন - বাসাইল, কালিহাতী, মনোহরদী, কমলগঞ্জ, বেতাগী , পুঠিয়া, হোসেনপুর , ইসলামপুর , নাচল , বড়লেখা, সিংগাইর ও চৌগাছা পৌরসভার মেয়র এবং সচিবগণ ।